ময়মনসিংহে মহানগর যুবদলনেতাসহ গ্রেপ্তার দুই
বিস্ফোরকদ্রব্য আইন ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় ময়মনসিংহ মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে শহরের জিলাস্কুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
টুটুর পরিবারের উদ্ধৃতি দিয়ে এ খবর নিশ্চিত করেছেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম আজাদ।
এদিকে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জনিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ দুপুর ২টার দিকে শহরের নতুনবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফারুক আহমেদ বলেন, ‘ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মোজাম্মেল হক টুটুকে গ্রেপ্তার করে।
গত সোমবার দুপুর সোয়া ১২টার দিকে কেন্দ্রীয় কর্মসূচি পালনের জন্য দলীয় কার্যালয়ে যাওয়ার সময় পুলিশ মহানগর বিএনপি নেতাকর্মীদের বাধা দেয়। এ সময় তারা মিছিল শুরু করতেই পুলিশ ছয়জনকে আটক করে পুলিশভ্যানে তোলে। পরে তাদের বিস্ফোরকদ্রব্য আইন ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই রাতেই বিএনপি চার শতাধিক অজ্ঞাত নেতাকর্মীদের নামে একটি মামলা করে পুলিশ।