ময়মনসিংহে যান চলাচল নিয়ন্ত্রণে মোড়ে-মোড়ে পুলিশের চেকপোস্ট
ময়মনসিংহে সরকারি নির্দেশনা মেনে ‘সর্বাত্মক লকডাউন’ চলছে। বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট, হোটেল ও রেস্তোরাঁ। মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি।
তবে লকডাউনের তৃতীয় দিনে আজ শুক্রবার যান চলাচল ও জনসমাগম কিছুটা বেড়েছে। পুলিশ শহরের মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলসহ ব্যক্তিগত সব ধরনের যানবাহন চলাচলে বাধা দিচ্ছে। বেশ কিছু যানবাহন রাস্তার পাশে সাময়িক জব্দ করে চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। তবে জরুরি সেবা ও পণ্যবাহী যানবাহন চলাচল করছে।
এ ছাড়া ছোট ছোট যানবাহনের আরোহীকেও চিকিৎসা সংক্রান্তসহ জরুরি কাজ ছাড়া চলাচলে বাধা দেওয়া হচ্ছে।
এদিকে, বিভিন্ন কাঁচাবাজারে ক্রেতা-বিক্রেতাদের অনেককেই মাস্ক ছাড়া চলাচল করতে দেখা গেছে। করোনার সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলতে সর্বসাধারণকে পরামর্শ দিচ্ছে পুলিশ।