যশোরে সড়ক দুর্ঘটনায় নানি-নাতনি নিহত
যশোরের ধর্মতলা রেলক্রসিং এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানগাড়ির দুই যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তাঁরা দুইজনে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন বলে স্বজনরা জানিয়েছে।
নিহত হলেন সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের গফুর মোড়লের স্ত্রী জাহানারা বেগম (৬০) ও তাঁর নাতনি সুমাইয়া খাতুন (২২)।
যশোর ট্রাফিক পুলিশের ইনচার্জ মাহবুব কবীর বলেন, ‘শহরের চাঁচড়া থেকে একটি ভ্যানে করে জাহানারা ও সুমাইয়া শহরের দিকে যাচ্ছিলেন। ধর্মতলা রেলক্রসিং এলাকায় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তাঁরা রাস্তায় পড়ে যান। এরপর একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান নানি জাহানারা ও নাতনি সুমাইয়া। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান। পুলিশ বাসটি জব্দ করে পুলিশ লাইনে নিয়ে যায়।’
এ দুর্ঘটনায় আহত দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।