রংপুরে তিন কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি ট্রাকে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা সমমূল্যের হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। র্যাবের দাবি, তারা দুজনেই মাদক ব্যবসায়ী। এ সময় ট্রাকটি জব্দ করা হয়।
আজ বুধবার বেলা ১১টার দিকে র্যাব-১৩ রংপুর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস।
রেজা আহমেদ ফেরদৌস জানান, গতকাল মঙ্গলবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বৈরি হরিণমারী এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে রাজশাহী থেকে ছেড়ে আসা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে তিন কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ যুবক আল আমিন ও নয়নকে গ্রেপ্তার করা হয়। এ সময় ট্রাকটি জব্দ করা হয়েছে।
রেজা আহমেদ জানান, গ্রেপ্তারকৃতরা রাজশাহী থেকে রংপুর অঞ্চলের বিভিন্ন জেলায় হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য বেচাকেনা করতেন। তাদের কাছ থেকে মাদক ব্যবসায়ের বিভিন্ন তথ্য পাওয়া গেছে।
এ ছাড়াও অপর এক অভিযানের মাধ্যমে রংপুরের পীরগাছায় ছয় বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি তুষারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় র্যাব।