রাজধানীতে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত
রাজধানীতে ছুরিকাঘাতে রায়হান (২৬) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১১ টার দিকে মিরপুর ১১ নম্বর সেক্টরের পল্লবীর লালমাটিয়া ট্রাক স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। রায়হানের বাবা ছিনাতাইকারির ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে দাবি করলেও পুলিশের সন্দেহ ‘ব্যক্তিগত আক্রোশ’-এর দিকে। সিসিটিভি ফুটেজ থেকে এ সন্দেহ বলে জানিয়েছে পল্লবী থানার পুলিশ।
আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) বাচ্চু মিয়া রায়হানের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, ‘রায়হানকে আহত অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।’
জানা গেছে, রায়হান মাদারীপুর জেলার শিবচর উপজেলার দ্বিতীয়খণ্ড গ্রামের রাজু মিয়ার ছেলে। বর্তমানে মিরপুর ১১ নম্বর থাকতেন এবং মিরপুর ১৩ নম্বর সেকশন এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, ‘রায়হানের বাবা অভিযোগ করেছেন-ছিনতাইকারীর ছুরিকাঘাতে তাঁর ছেলে মারা গেছেন। কিন্তু আমরা ভিডিও ফুটেজ দেখেছি। সেই ভিডিও ফুটেজ দেখে মনে হচ্ছে ব্যক্তিগত আক্রোশ হতে পারে।’
পারভেজ ইসলাম বলেন, ‘ভিডিও ফুটেজে দেখা যায়, একজন যুবক ছুড়ি নিয়ে এসে রায়হানের পেটে আঘাত করে চলে যায়। রায়হানের মরদেহ থেকে মানিব্যাগ ও মোবাইলসহ অন্যান্য সব কিছুই পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা করছি।’