রাজধানীতে পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ
কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর নাইটিঙ্গেল মোড়ে আজ শুক্রবার দুপুরে পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে। কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে পুলিশ।
জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদ থেকে বের হওয়া মিছিল নাইটিঙ্গেল মোড়ে এলে মিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে।
কয়েকদিন আগে কুমিল্লার ঘটনায় বিক্ষুব্ধ মুসল্লিরা শুক্রবার জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড়ে এলে পুলিশী বাঁধার মুখে পড়ে। মিছিলকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে শুরু হয় সংঘর্ষ।
প্রায় আধা ঘণ্টাব্যাপী থেমে থেমে চলে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে। এ সময় বেশ কয়েকজন আহত হয়। মিছিলকারীদের ইটের আঘাতে এ সময় কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়।
পুলিশের দাবি, মিছিলকারীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুড়েছে। এ সময় বেশ কয়েকজন মিছিলকারীকে আটক করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদ সাংবাদিকদের বলেন, ‘মিছিলকারীদের কাছে সুনির্দিষ্ট ব্যানার দেখিনি। তারা এখানে বিক্ষোভ করে আসছে। আমরা তাদের বলেছি, আপনারা চলে যান। কিন্তু তারা আসলে যেভাবে ভায়োলেন্ট, পুলিশের ওপর যেভাবে মারমুখী, এটা আসলে অপ্রত্যাশিত।’