রাজধানীতে ভবন থেকে পড়ে গৃহকর্মী নিহত
রাজধানীর কাফরুল এলাকায় সাত তলা ভবন থেকে পড়ে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ৮টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত গৃহকর্মীর নাম তানিয়া (২০)। তিনি চট্টগ্রামের রামগড় এলাকার সামছুল হকের মেয়ে।
তানিয়ার নিয়োগকর্তা হাসানুজ্জামান রেজা বলছেন, ‘তানিয়া দীর্ঘদিন ধরে তাঁর বাড়িতে কাজ করতেন। তাঁর কিছু মানসিক সমস্যা ছিল। তবে, তিনি আত্মহত্যা করেছেন কি না, তা আমি নিশ্চিত নই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, গুরুতর আহত অবস্থায় তানিয়াকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সোয়া ৮টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কাফরুল থানায়ও অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনার বিষয়ে একজনকে জিজ্ঞাসাবাদ করছে।’