রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৭
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়।
ডিএমপির জনসংযোগ শাখা থেকে আজ শনিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডিএমপির বিভিন্ন থানাধীন এলাকায় থানা ও ডিবি পুলিশ শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তাঁদের কাছ থেকে এক হাজার ৫৬৯ পিস ইয়াবা, ৩১১ গ্রাম হেরোইন, ৯ কেজি ৭২০ গ্রাম গাঁজা, ৩০টি ইনজেকশন, ৪১ বোতল বিদেশি মদ ও ২৪০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা তাঁদের অপরাধ স্বীকার করে নিয়েছেন। পুলিশের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪২টি মামলা করা হয়েছে।