রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে পাঁচজন গ্রেপ্তার হয়েছে। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা জব্দ করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ বিভাগ এই অভিযান চালায়। ডিএমপি নিউজ এক প্রতিবেদনে আজ সোমবার (২৪ এপ্রিল) এসব তথ্য জানায়।
ডিএমপি নিউজের প্রতিবেদন বলছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযান চালায়। এরই অংশ হিসেবে গতকাল রোববার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে মাদকদ্রব্যসহ ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও ৪৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা হয়েছে।