রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জন গ্রেপ্তার
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার সকাল থেকে আজ রোববার সকাল পর্যন্ত মাদকদ্রব্যসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন আজ রোববার দুপুরে এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
ওয়ালিদ হোসেন বলেন, ‘রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গতকাল শনিবার সকাল থেকে আজ রোববার সকাল পর্যন্ত মাদকদ্রব্যসহ ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার করা প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের কথা স্বীকার করেছে।’
ডিসি ওয়ালিদ বলেন, ‘গ্রেপ্তার করা ব্যক্তিদের কাছ থেকে এক হাজার ৭৪০ পিস ইয়াবা, ২৬৩ গ্রাম হেরোইন, সাত কেজি ৬০০ গ্রাম গাঁজা ও তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২৪টি মামলা করা হয়েছে।’