রাজধানীতে সাবেক পুলিশ সার্জেন্টের মরদেহ উদ্ধার
রাজধানীর কাফরুল থেকে এইচ এম ফরিদ উদ্দিন (৫০) নামের এক সাবেক পুলিশ সার্জেন্টের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে পূর্ব শেওড়াপাড়ার নিজ বাসা থেকে কাফরুল থানা পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরিবারের দাবি, ফরিদ আত্মহত্যা করেছেন। তবে, ময়নাতদন্তের পর আসল রহস্য জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
কাফরুল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম হাওলাদার এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
এসআই সাইফুল বলেন, ‘গতকাল শনিবার দুপুরে ঘটনাস্থলে যাই। এ সময় পরিবার দাবি করে, ফরিদ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে আমরা মরদেহ উদ্ধার করি। তারপর হাসপাতালে পাঠাই।’
ফরিদের পরিবারের বরাত দিয়ে এসআই সাইফুল বলেন, ‘পুলিশ সার্জেন্ট ফরিদ উদ্দিন মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি মানসিক রোগের চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল শনিবার দুপুরে তিনি নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যেরা বিষয়টি জানতে পেরে থানায় খবর দেন।’
পরে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘এখনই ফরিদ উদ্দিনের মৃত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানানো সম্ভব হবে।’
এসআই সাইফুল বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহ এখনও সেখানেই আছে।’
সাইফুল ইসলাম জানান, ১৯৯৯ সালে এইচ এম ফরিদ উদ্দিন পুলিশে যোগদান করেন। পরে ২০১৪ সালে তিনি স্বেচ্ছায় অবসরে যান। তাঁর গ্রামের বাড়ি জামালপুর। ময়নাতদন্ত শেষে গ্রামেই তাঁকে দাফন করা হবে।