রাজধানীতে স্কুলছাত্রীকে ‘ধর্ষণের পর হত্যা’ : আসামিকে পুলিশের জিজ্ঞাসাবাদ
রাজধানীর কলাবাগান এলাকায় একটি নামকরা ইংরেজি মাধ্যম স্কুলের ‘ও’ লেভেলের ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলার প্রধান আসামি ফারদিন ইফতেখার দিহানকে (১৮) প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
এর আগে গতকাল দিবাগত রাতে নিহত ছাত্রীর বাবা কলাবাগান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় আসামি দিহানকে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে থানা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইহসানুল ফেরদৌস এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এডিসি ইহসানুল ফেরদৌস বলেন, ‘ভুক্তভোগীর সঙ্গে আসামির প্রেমের সম্পর্ক ছিল। আসামির মা বাসায় না থাকায় সুযোগ পেয়ে ভুক্তভোগীকে কলাবাগানের ওই ফাঁকা বাসায় ডেকে নেওয়া হয়। এরপর জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। পরে ওই শিক্ষার্থীর শরীর থেকে রক্তক্ষরণ শুরু হয়।’
এডিসি আরো বলেন, ‘শারীরিক অবস্থা খারাপ হলে ওই শিক্ষার্থী মাথা ঘুরে পড়ে যায়। এরপর তাকে চিকিৎসার জন্য আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা ২৫ মিনিটে হাসপাতাল থেকে আমাদের বিষয়টি জানানো হয়। পরে আমরা লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠাই। আনোয়ার খান মডার্ন হাসপাতাল থেকে ধর্ষণের কথা বলা হয়েছে। আসামিকে এরই মধ্যে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হয়েছে।’
এর আগে ভুক্তভোগী ছাত্রীর মা এনটিভি অনলাইনকে বলেছিলেন, “আমার ভালো মেয়েকে পরীক্ষার সাজেশন দেওয়ার কথা বলে বাসায় ডেকে নিল ওর বন্ধুরা। পরে আমাকে ফোন করে বলে, ‘আন্টি আপনার মেয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেছে।’ পরে ওর বন্ধুরা আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যায়। তারপর আমাকে ফোন দিয়ে জানায়, ‘আন্টি ও মারা গেছে।’ হাসপাতালে গিয়ে দেখি ওর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমার ধারণা, মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বাকিটা তদন্ত করে পুলিশ ব্যবস্থা নেবে। আমি এর বিচার চাই। আমার মেয়ের এ বছর ‘ও’ লেভেল পরীক্ষা দেওয়ার কথা ছিল।’’