রাজধানীতে ২৭ ছিনতাইকারী গ্রেপ্তার : ডিবি
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ডাকাতি ও দস্যুতার প্রস্তুতিকালে দেশীয় তৈরি অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
গত বুধবার ও শুক্রবার হাজারীবাগ, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর ও শাহবাগ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লোহার রড, দা, ছোরা, চাকু, চেতনানাশক ট্যাবলেট ও মলম জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির মিডিয়া সেন্টারে আজ শনিবার বেলা ১১টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম এসব তথ্য জানান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—আব্দুর রহমান শুভ (২২), মো. ইয়াছিন আরাফাত জয় (১৯), মো. বাবু (২৮), ফরহাদ (২১), জয় সরকার (২৪), আকাশ (২০), মো. জনি খান (২২), মো. রোকন (১৮), মো. মেহেদী হাসান ওরফে ইমরান (২৭), মো. মনির হোসেন (৪১), মো. জুয়েল (২২), জাহাঙ্গীর হোসেন ওরফে মাইকেল (৩৬), মো. আজিম ওরফে গালকাটা আজিম (৩৫), মো. শাকিল, লাদেন (২৪), ইমন (২২), মো. রাজিব (২৫), রাসেল (৩২), মিন্টু মিয়া বিদ্যুৎ (৩৯), মো. মাসুদ (৩০), মো. তাজুল ইসলাম মামুন (৩০), মো. সবু (৩০), মো. জীবন (২৫), মো. রিয়াজুল ইসলাম (২৫), মো. মুন্না হাওলাদার (১৯), মো. শালিল হাওলাদার (২০), মো. ফেরদৌস (২২) ও মো. আবুল কালাম আজাদ (৩৪)।
মো. মাহবুব আলম বলেন, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দলবদ্ধভাবে ঢাকার ব্যস্ততম বাস স্টেশনে অবস্থান করতেন। ওই সময় তারা যেকোনো ব্যক্তিকে টার্গেট করেন। পরবর্তী সময়ে যাত্রীবেশে বাসে উঠে সুযোগ বুঝে টার্গেট করা ব্যক্তিকে সুকৌশলে চেতনানাশক উপাদান প্রয়োগ করে অচেতনের পর অর্থ ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতেন।’
যুগ্ম কমিশনার মাহবুব আলম আরও বলেন, ‘গ্রেপ্তার হওয়া ২৭ জনের বিরুদ্ধে মোট ৪৯টি মামলা রয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শনিবার ২২ জনকে আদালতে পাঠানো হচ্ছে। এর আগে পাঁচ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’
ডিবির এই কর্মকর্তা বলেন, ‘ডিজিটাল ডিভাইস বেশি চুরি হচ্ছে। রাস্তায় চলার সময় চেইন, স্বর্ণ, মোবাইল ছিনিয়ে দৌড় দিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। মোবাইলের ক্ষেত্রে আইএমআই নম্বর পরিবর্তন করে আবার মার্কেটে বিক্রি করা হয়। এ চক্র এমন সব কাজের সঙ্গেই জড়িত।’
কী পরিমাণ মোবাইল ছিনতাইকারীদের কাছ থেকে জব্দ করা হয়, এমন প্রশ্নের জবাবে মাহবুব আলম বলেন, ‘এখন পর্যন্ত ছিনতাইকারীদের থেকে অসংখ্য মোবাইল ফোন জব্দ করা হয়েছে।’
রাজধানীতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিবির এ কর্মকর্তা।