রাজধানীর ওয়ারীতে ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত
ঢাকার ওয়ারীতে রাজধানী সুপার মার্কেট মসজিদ-সংলগ্ন মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আজ বুধবার সকালে ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতেরা হলেন মাসুদ মিয়া (৩০) ও নাসির হোসেন (৩৮)।
এসআই মিজানুর রহমান বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে প্রথমে আমরা খবর পাই। ফ্লাইওভার সংশ্লিষ্ট একজন ৯৯৯-এ ফোন করেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে তাঁদের মৃত ঘোষণা করেন।’
এসআই মিজানুর রহমান বলেন, ‘তাঁরা নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের দেয়ালে গিয়ে আছড়ে পড়েন। এতে তাঁদের মাথায় আঘাত লাগে। কান ও মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।’
মিজানুর রহমান জানান, নিহত দুজনের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।