রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটে আগুন
রাজধানীর নীলক্ষেতে ইসলামিয়া মার্কেটে বইয়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের কর্মীরা এবং ব্যবসায়ীরা এক হয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা দেওয়ান আজাদ এনটিভি অনলাইনকে এসব তথ্য জানান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বই পুড়ে ছাই হয়ে গেছে। অনেক ব্যবসায়ী আগুন থেকে রক্ষা করতে বই নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছেন।