রাজধানীর বসিলায় ‘জঙ্গি আস্তানায়’ র্যাবের অভিযান
রাজধানীর বসিলায় জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে বলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দাবি। এ দাবিতে আজ বৃহস্পতিবার ভোর থেকে বসিলা ব্রিজের কাছে একটি ভবন ঘিরে রেখেছে র্যাব।
এনটিভি অনলাইনকে আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান হোসেন।
ইমরান হোসেন বলেন, ‘রাজধানীর বেড়িবাঁধ থেকে বসিলার দিকে যেতে ব্রিজের কাছে একটি ভবন ঘরে রেখেছে র্যাব। আমাদের কাছে গোপন খবর ছিল, ওই ভবনে জঙ্গিরা আছে। এমন তথ্যের পর আজ ভোররাত থেকে ভবনটি ঘিরে রাখা হয়েছে। ভেতর কত জন জঙ্গি আছে, তা এখনই বলা যাচ্ছে না।’
‘এখন সেখানে অভিযান চলছে। তবে ভেতর নারী বা পুরুষ কে বা কারা আছে, তা বলা যাচ্ছে না। অভিযান সমাপ্ত হলে বিস্তারিত জানানো যাবে’, যোগ করেন ইমরান হোসেন।