রাজধানীর বাংলামোটরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট
রাজধানীর বাংলামোটরের রাহাত টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘১১ তলা ভবনের ৮ তলায় আগুন লাগে। কেন এবং কীভাবে আগুন লেগেছে, তা এখনও বিস্তারিত জানা যায়নি। ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করছে সেখানে।’
এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি বলে জানিয়েছেন রাশেদ বিন খালিদ।