রাজধানীর ভাটারায় ভাঙারির দোকানে আগুন
রাজধানীর ভাটারা এলাকায় একটি ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে ১টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার দুপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসাইন এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
এরশাদ হোসাইন বলেন, ‘ভাটারার বাশেরট্যাক বালুর মাঠ নয়ানগর এলাকায় সড়কের পাশে একটি ভাঙারির দোকানে আগুন লাগে। কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। এ ছাড়া ক্ষয়-ক্ষতি বা হতাহতের কোনো খবর এখন পর্যন্ত আমরা পাইনি।’