রাজশাহীতে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টার মধ্যে তাঁদের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১০ জন এবং উপসর্গ নিয়ে চার জন মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর আট জন, পাবনার তিন জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন এবং চুয়াডাঙ্গার একজন।
একই সময়ে হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৫০ জন। আর, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫০ জন।
রামেক হাসপাতালের ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে বর্তমানে রোগী ভর্তি আছে ৪১৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৫০ জনের মধ্যে রয়েছে রাজশাহীর ২৫ জন, পাবনার সাত জন, নওগাঁর ছয় জন, চাঁপাইনবাবগঞ্জের ছয় জন, নাটোরের পাঁচ জন এবং কুষ্টিয়ার একজন।
হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে যে ৪১৬ জন ভর্তি রয়েছে, তাদের বেশির ভাগই রাজশাহীর। করোনায় ও উপসর্গে রাজশাহীর ২০৪ জন চিকিৎসা নিচ্ছে এখানে।
এ ছাড়া চিকিৎসা নিচ্ছে নাটোরের ৬৮ জন, নওগাঁর ৪৮ জন, পাবনার ৪৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩১ জন, কুষ্টিয়ার ১২ জন, এবং চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, মেহেরপুর, ঝিনাইদহ এবং ব্রাক্ষণবাড়িয়ার একজন করে।
রামেক হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মৃত ১৪ জনের বয়স বিশ্লেষণে দেখা গেছে, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন এবং ৬১ বছরের ঊর্ধ্বে মারা গেছেন আট জন। মৃতদের মধ্যে আট জন পুরুষ এবং ছয় জন নারী।
এদিকে, গত শনিবার জেলায় এক হাজার ৬১১ জনের নমুনা পরীক্ষা করে ২৬৮ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৬৪ শতাংশ।