রাজশাহীতে লকডাউনের মেয়াদ বেড়েছে আরও এক সপ্তাহ
করোনায় মৃত্যু ও সংক্রমণ না কমায় মহানগর এলাকায় সর্বাত্মক লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। আগামী ২৫ জুন মধ্যরাত পর্যন্ত এই লকডাউন বহাল থাকবে। আজ বুধবার রাত সোয়া ৯টার দিকে রাজশাহী সার্কিট হাউজে প্রশাসনের কর্মকর্তা ও রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক শেষে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এ ঘোষণা দেন।
এ সময় জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, লকডাউন চলাকালে মহানগর এলাকায় ওষুধের দোকান ছাড়া হোটেল রেস্তোরাসহ সব ধরনের দোকান, বিপণিবিতান এবং জরুরি সেবা ছাড়া সরকারি বেসরকারি সব ধরনের অফিস বন্ধ থাকবে। এমনকি অনলাইনে খাদ্য সরবরাহ ব্যবস্থাও বন্ধ থাকবে। জরুরি সেবা ছাড়া সব ধরনের গণপরিবহণও বন্ধ থাকবে।
এর আগে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় রাজশাহী মহানগর এলাকায় এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন দেওয়া হয়েছিল। আজ সেই লকডাউনের ষষ্ঠ দিন চলছে।