রাত ৮টা পর্যন্ত যেসব এলাকায় ব্যাংক খোলা
রাজধানীর দুই সিটি করপোরেশনে পশুর হাট সংলগ্ন ব্যাংকের শাখায় বিশেষ ব্যবস্থায় আজ মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ব্যাংক কার্যক্রম চালু থাকবে।
গত রোববার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করে।
সার্কুলারে বলা হয়েছে, চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় কোরবানির পশুর হাটগুলোতে স্থাপিত বুথসহ সংশ্লিষ্ট ব্যাংক শাখা ও উপশাখায় আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতাসহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এসব শাখা ও বুথে অতিরিক্ত সময়ে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ভাতা দিতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।