রেল সেবা অ্যাপে মিলবে ট্রেনের টিকেট
রেল সেবার অ্যাপের মাধ্যমে এখন থেকে রেলের টিকিট কাটা যাবে।
আজ বুধবার (রাজধানীর রেল ভবনে আয়োজিত অনুষ্ঠানে রেল সেবা নামের নতুন অ্যাপটির উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবির এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার।
রেল সেবা নামে নতুন অ্যাপটির মাধ্যমে যেকোনও জায়গা থেকে নিমিশেই কাটা যাবে নির্দিষ্ট গন্তব্যের ট্রেনের টিকেট। এছাড়াও রেলযাত্রীরা বাংলাদেশ রেলওয়ের ই-টিকিট ওয়েবসাইট eticket.railway.gov.bd এর মাধ্যমেও টিকিট কাটতে পারবেন।
অ্যাপটি তৈরি এবং ব্যবস্থাপনার কাজ করেছে বাংলাদেশ রেলওয়ে টিকিটিং পার্টনার সহজ সিনেসিস ভিনসেন জেভি।
নতুন রেল সেবা অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। টিকিট কাটার জন্য যাত্রীদের অ্যাপটি ডাউনলোড করে নিজের নাম, মোবাইল নম্বর, ইমেইল অ্যাড্রেস, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তবে কোনও যাত্রী যদি ইতোমধ্যে বাংলাদেশ রেলওয়ের ই-টিকিট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে তাকে আর দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করতে হবে না। শুধু মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই হবে।
রেল সেবা অ্যাপ ব্যবহার করে টিকিট কাটার জন্য যাত্রীকে যাত্রা শুরুর তারিখ, গন্তব্যস্থান, পছন্দের ক্লাস সিলেক্ট করতে হবে। একই সাথে ট্রেন ডিটেলস থেকে সহজেই ট্রেনের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। তারপর এভেইলেবেল ট্রেন থেকে পছন্দমতো বগি ও সিট সিলেক্ট করে অনলাইনে পেমেন্টের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিট কেটে ফেলতে পারবেন। যাত্রীর ইমেইলে টিকিট পাঠিয়ে দেওয়া হবে। একই সাথে যাত্রী ই-টিকেট অ্যাপ থেকে নিজের সুবিধামতো ডাউনলোড করে নিতে পারবেন।
যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে রেল সেবা অ্যাপের নেভিগেশন বারে সংযুক্ত করা হয়েছে নানান ফিচার। ভেরিফাই টিকিট অ্যাপ থেকে সহজেই টিকিট ভেরিফাই করার সুবিধা রয়েছে। এছাড়াও মাইটি কেটস-এর মাধ্যমে সাতদিন পর্যন্ত পুরাতন এবং আসন্ন ট্রিপ ডিটেলস দেখা যাবে। যাত্রীরা প্রয়োজনে মাই অ্যাকাউন্টস ট্যাবের মাধ্যমে রেজিস্ট্রেশনের সময় নিজের দেওয়া তথ্য পাসওয়ার্ড আপডেট করে নিতে পারবেন।