রোগী দেখে ফেরার পথে সড়কে গেল প্রাণ
নওগাঁর রাণীনগর উপজেলায় ট্রাকের ধাক্কায় জয়েন উদ্দিন মিনা (৬০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় সঙ্গে থাকা সাজ্জাত হোসেন (৫০) নামের আরেক ব্যক্তি গুরুতর আহত হন। রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়েন উদ্দিন মিনা সদরের দক্ষিণ রাজাপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে এবং আহত সাজ্জাদ হোসেন রাজাপুর গ্রামের হবি মিনার ছেলে।
নিহত জয়েন উদ্দিনের পরিবার সূত্রে জানা গেছে, সাজ্জাদ হোসেনের এক আত্মীয় রাণীনগর ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। সেই আত্মীয়কে দেখতে জয়েন উদ্দিনকে নিয়ে মোটরসাইকেলে করে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে যান সাজ্জাদ। পরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে গেটের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। এ সময় আত্রাই থেকে নওগাঁর দিকে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক জয়েন উদ্দীন ও আরোহী সাজ্জাদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জয়েন উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, অবস্থার অবনতি হওয়ায় আহত সাজ্জাদকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার বিশ্বাস জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। ট্রাকের চালক পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি। তাঁকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।