র্যাবের ৫০ কর্মকর্তাকে পুলিশে বদলি
র্যাবে বিভিন্ন দায়িত্বে থাকা পুলিশের ঊর্ধ্বতন ৫০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিটে নতুন নতুন দায়িত্বে তাদের বদলি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বদলি হওয়া ৫০ জনের মধ্যে ১০ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ৪০ জন সহকারী পুলিশ সুপার রয়েছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বদলিকৃতদের কর্মকর্তাদের পুলিশের বিভিন্ন ইউনিট, মহানগর পুলিশ ও জেলা পুলিশে বদলি করা হয়েছে।
কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখিত পদে/স্থানে বদলি করা হলো জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩ জুনের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় ৪ জুন থেকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবে।
এর আগে গত ১৬ মে পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া ৬৩ জনের ৪৮ জনকে র্যাবে পাঠিয়েছিল সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জর কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছিল। একসঙ্গে এতজন পুলিশ কর্মকর্তাকে র্যাবের উপপরিচালক পদে পাঠানোর সিদ্ধান্ত এটাই প্রথম ছিল।