লকডাউন মানা হচ্ছে না সাভারে
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে লকডাউন শুরু হলেও সাভারের এর ছিটেফোঁটারও দেখা মেলেনি। সপ্তাহব্যাপী লকডাউনের প্রথম দিনে সোমবার সকালে অন্যান্য স্বাভাবিক দিনের মতোই মানুষের ভিড় দেখা গেছে সাভারের রাস্তাঘাটে।
কলকারখানা খোলা থাকায় শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় লকডাউনের প্রভাব তেমন একটা পড়েনি বললেই চলে। সোমবার সকাল থেকেই গাদাগাদি করে বাসে উঠেছেন শিল্প কারখানার শ্রমিকেরা। সড়কে বিভিন্ন ধরনের যানবাহনের আধিক্য থাকলেও গণপরিবহণ চলাচলে নিষেধাজ্ঞা থাকায় বিপাকে পড়েছেন কর্মস্থলমুখী অসংখ্য যাত্রী।
পোশাকশ্রমিকদের অনেকে পায়ে হেঁটে, অনেকে রিকশাভ্যান কিংবা অটোরিকশায় গাদাগাদি করে বসে রওনা হয়েছেন কর্মস্থলের উদ্দেশে।
লকডাউন কার্যকরে যেমন প্রশাসনের কোনো বিশেষ উদ্যোগ চোখে পড়েনি, তেমনি সামাজিক দূরত্ব বজায় রাখারও বালাই ছিল না কোথাও।
যানবাহন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পোশাকশ্রমিকদের অনেকেই। সারা দেশ লকডাউন রেখে শ্রমঘন শিল্পাঞ্চলে কল কারখানা খোলা রেখে লকডাউন কতটুকু কার্যকর হবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। শ্রমিকেরা বলছেন, সবচেয়ে বেশি সংক্রমণের ঝুঁকির মধ্যে রয়েছেন তাঁরা।
সাভার বাসস্ট্যান্ডে পোশাকশ্রমিক রফিকুল হোসেন বলেন, ‘যানবাহন না পেয়ে আমরা গাদাগাদি করে যাচ্ছি। বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। লকডাউন আমাদের ভোগান্তির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।’
এদিকে, সাভারেও পাল্লা দিয়ে বেড়েছে করোনায় আক্রান্তদের সংখ্যা। স্থানীয় বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে করোনা ওয়ার্ডে কোনো শয্যা ফাঁকা নেই। এমনকি নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) শয্যার জন্য হাহাকার করতে দেখা গেছে রোগীর স্বজনদের।
গত ২৪ ঘণ্টায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের মধ্যে দুজন মারা গেছেন।