লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক লীগনেতার মৃত্যু
লক্ষ্মীপুর সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আবদুর রহিম শুভ (৩২) নামের এক স্বেচ্ছাসেবক লীগনেতা নিহত হয়েছেন। উপজেলার সাহাপুর শিশু কল্যাণ পরিবারের সামনে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুভ লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি সাহাপুর মিজি বাড়ির আবদুল আজিজের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, গতকাল বুধবার রাতে শুভ মোটরসাইকেলে করে লক্ষ্মীপুর শহর থেকে বাড়িতে ফিরছিলেন। এর মধ্যে সাহাপুর শিশু কল্যাণ পরিবার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে শুভ গুরুতর আহত হন। এরপর তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই এলাকার বাসিন্দা লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ইউসুফ পাটওয়ারী বলেন, ‘স্বজনেরা আবদুর রহিম শুভর মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন। গুরুত্বপূর্ণ এ আঞ্চলিক সড়কে গর্ত থাকার কারণে তাঁকে প্রাণ দিতে হয়েছে।’