লাখ লাখ মানুষ খালেদা জিয়ার মুক্তি চায় : নজরুল ইসলাম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের লাখ লাখ মানুষ খালেদা জিয়ার মুক্তি চায়। কিন্তু সরকার চায় না। কারণ, সরকার তাঁকে ঘোর বিরোধী মনে করে। তাই সরকার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নানা গড়িমসি করছে।
আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ন্যাশনাল আওয়ামী পার্টি আয়োজিত মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৫তম ওফাত দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা বানোয়াট অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে একটা মামলায় যদি সাজা দেওয়া হয়, হাইকোর্ট সে মামলা থেকে আরেকটু সহানুভূতিশীল হয়ে সাজা কমিয়ে দেন। কিন্তু দুঃখের বিষয় হলো, বেগম জিয়াকে হাইকোর্ট নিজেই পাঁচ বছর বাড়িয়ে দিয়েছেন। হত্যা মামলার আসামি বিদেশ গিয়ে বসে থাকে, অথচ বেগম জিয়াকে চিকিৎসাও করতে দেওয়া হবে না।
আলোচনায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকারের কাছে আমাদের কোনো প্রত্যাশা নেই। বর্তমান সরকার তো দরিদ্র মানুষের জন্য কিছু করবে না, মুখে শুধু নানা ধরনের উন্নয়নের কথা বলে। কোন ধরনের উন্নয়ন? বাংলাদেশ একমাত্র দেশ যেখানে ফ্লাইওভারে সিগন্যাল আছে। এই হলো আমাদের উন্নয়নের সড়ক।
মাহমুদুর রহমান মান্না বলেন, ভারত টিকা না দেওয়ায় এই দুয়ার, ওই দুয়ার ঘুরে বেড়িয়েছেন আর দেড় বছরের মাথায় আমাদের গল্প শোনান টিকা রপ্তানি করতে পারব।
খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে মান্না বলেন, বেগম জিয়া হাসপাতালের সিসিইউতে আছেন। তাঁর চিকিৎসা ঠিক মতো হচ্ছে কিনা, আমরা জানি না। অবাক লাগে, তাঁকে বিদেশেও নিতে দেবে না। দেশের একজন তিনবারের প্রধানমন্ত্রীকে চিকিৎসা করতে দেওয়া হবে না, এটা ভাবতেই তো কষ্ট লাগে। অথচ এই বোধশক্তি সরকারের নেই।