লোহাগাড়ায় ১২ হাজার পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ২
চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ১২ হাজার ২০ পিস ইয়াবা জব্দ করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফ উপজেলার মো. আক্তার ফারুক প্রকাশ বেলাল (২৩) ও চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা রায়পুর এলাকার মো. ওসমান (২৩)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে একটি হিউম্যান হলার লেগুনা গাড়িতে অভিযান চালান এসআই গোলাম কিবরিয়া। এ সময় দুই হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বেলালকে গ্রেপ্তার করে। একই দিন রাত ৯টার দিকে এসআই পার্থসারথি ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স একটি কাভার্ডভ্যানে অভিযান চালায়। তারা সেখান থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ ওসমানকে গ্রেপ্তার করে। একইসঙ্গে ওই কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।
ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, ‘গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’