শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ১০
শরীয়তপুরের জাজিরার বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় শতাধিক হাতবোমা (ককটেল) বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এ সংঘর্ষ হয়।
জাজিরা থানা পুলিশ জানায়, বুধবার সকালে বিলাসপুর ইউপির বর্তমান চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জলিল মাদবরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেওয়া হয়েছে। বাকি আহতরা জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সাবেক যুবলীগ নেতা এবং পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জলিল মাদবর বলেন, ‘নির্বাচনের পর থেকেই আমার সমর্থকদের বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না। প্রশাসনের সহযোগিতায় বাড়িতে থাকলেও বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়াসহ প্রতিনিয়ত হামলা চালানো হচ্ছে। বুধবার একইভাবে হামলা চালালে আমার সমর্থকরা পাল্টা জবাব দিতে বাধ্য হন।’
চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারী বলেন, ‘সকালে হঠাৎ আব্দুল জলিল মাদবরের সমর্থকরা আমার বাড়ি ঘেরাও করে হামলা চালান। এ সময় আমার সমর্থকরা তাদের প্রতিহত করেন। আমি দ্রুতই বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।’
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘সকালে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিয়ন্ত্রণে আনতে শর্টগানের ২২ রাউন্ড গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’