শারদীয় দুর্গাপূজায় সতর্ক রয়েছি : ওবায়দুল কাদের
শারদীয় দুর্গাপূজায় গত বছরের ঘটনা নিদারুণভাবে লজ্জা দিয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এবার সে ব্যাপারে সতর্ক রয়েছি। সরকারি সংস্থার পাশাপাশি পার্টিও সতর্ক আছে।’ আজ রোববার দুপুরে রাজধানীর রমনা কালীমন্দিরে দুর্গাপূজা পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘আজকে শেখ হাসিনা সরকারের ১৩ বছরে পড়েছে। শুধুমাত্র একটি দুর্গাপূজা দুর্বৃত্তদের টার্গেট হয়েছে। অত্যন্ত নিন্দনীয় ঘটনা। নোয়াখালীর চৌমুহনী, কুমিল্লা শহরে, রংপুরের ঘটনা। চৌমুহনীতে ছিল বীভৎস ভূমিকায়। হিন্দু ভাইবোনদের অনেকে মারাও গেছেন। টার্গেট করে এটা করা হয়েছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এসব কাজ তারাই করে যারা হিন্দুদের বাড়িঘর দখল করে, জমি দখল করে, যেটা এতো বছর হল না, সহিংসতার ঘটনা ঘটল। শান্তিপূর্ণ, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। গত বছরের ঘটনা নিদারুণভাবে লজ্জা দিয়েছে। সে ব্যাপারে সতর্ক রয়েছি। সরকারি সংস্থার পাশাপাশি পার্টিও সতর্ক আছে।’
সকল দলকে দুর্গাপূজায় দায়িত্বশীল ভুমিকা পালন করার আহ্বান জানিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, ‘আমরা আশা করি শান্তিপূর্ণ উৎসব হিসেবে দুর্গাপূজা পালিত হবে। এই কয়টা দিন সকলে মিলে দায়িত্বশীল ভূমিকা পালন করব। এটা শুধু আওয়ামী লীগ নয় সব দলের কর্তব্য। শুধু রাজনীতি করলে হবে না। আমরা ঈদ উৎসব করি, হিন্দুদের জন্যে এটা ঈদ উৎসবের মতো। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি গণ্ডগোল করে তাহলে ছাড় দেওয়া হবে না।’
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, রমনা কালিমন্দিরের সভাপতি উৎপল সাহা, রমনা কালিমন্দির পুজা উদযাপন কমিটির আহ্বায় পলাশ হাজরা, সদস্য সচিব উৎপল বিশ্বাস এসময় উপস্থিত ছিলেন।