শারীরিক অবস্থা ‘ভালো’ খালেদা জিয়ার
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘ভালো’ আছে। মেডিকেল বোর্ডের সদস্যেরা খালেদা জিয়াকে বাসায় রেখে তাঁর শারীরিক জটিলতাগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছেন। এ ছাড়া তাঁর আত্মীয়-স্বজনও বাসায় এসে খোঁজ-খবর রাখছেন।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার আজ রোববার দুপুর সোয়া ১২টায় এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
শামসুদ্দিন দিদার বলেন, ‘আমি ম্যাডামের বাসায় যোগাযোগ করেছি। তিনি ভালো আছেন, সুস্থ আছেন।’
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার জটিলতায় ভুগছেন। ডায়াবেটিসের পাশাপাশি আর্থ্রাইটিসের জটিলতা থাকায় অন্যের সাহায্য নিয়ে তাঁকে হুইলচেয়ারে চলাচল করতে হয়। পরিবার ও দলের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আবেদন করা হলেও আইনি জটিলতায় তা সম্ভব হচ্ছে না।
করোনায় আক্রান্ত হওয়ার পর গত বছরের মাঝামাঝি ৫৪ দিন হাসপাতালে ছিলেন খালেদা জিয়া। একপর্যায়ে শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছিল। গত নভেম্বরে খালেদা জিয়ার লিভার সিরোসিস ধরা পড়ে। ওই সময় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন টানা ৮১ দিন। গত ১ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে তিনি গুলশানের বাসা ‘ফিরোজা’য় যান। এরপর থেকে তিনি বাসায় অবস্থান করছেন।