শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা
সিরাজগঞ্জ সদর উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ছাত্রলীগ নেতার নাম আক্তার হোসেন। তিন সদর উপজেলার ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
প্রতিবন্ধী শিশুর পরিবার জানায়, গত সোমবার ওই শিশুকে বাড়িতে রেখে বাইরে যান তার বাবা-মা। এ সময় ছাত্রলীগ নেতা আক্তার হোসেন ওই বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় শিশুকে একা দেখতে পায়। তিনি বাড়ির বাইরে মোটরসাইকেল রেখে ভেতরে প্রবেশ করে প্রতিবন্ধী ওই শিশুটির মুখে ওড়না পেঁচিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে তার মা ছুটে এলে ওই ছাত্রলীগ নেতা পালিয়ে যান।
এ ঘটনার পরের দিন শিশুটির মা বাদী হয়ে ছাত্রলীগ নেতা আক্তার হোসেনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন।
শিশুটির পরিবার আরও জানায়, প্রভাবশালী একটি পক্ষ ঘটনাটি ধামাচাপা দিতে চেষ্টা চালিয়ে যায়। এ কারণে ঘটনাটি কাউকে জানানো হয়নি। মামলার আসামি গ্রেপ্তার না হওয়ায় আজ শনিবার ঘটনাটি গণমাধ্যমকর্মীদের জানানো হয়।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা আক্তার হোসেন মুঠোফোনে বলেন, ‘ধর্ষণের ঘটনা নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। ঘটনার সঙ্গে আমি জড়িত না। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে।’
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করীম বলেন, ‘মামলার বিষয়ে তদন্ত করা হচ্ছে। আসামিকে গ্রেপ্তারের অভিযান চলছে।’