শার্শার ১০ ইউনিয়নে তিন পদে ৫৯৭ জনের মনোনয়ন জমা
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যশোরের শার্শা উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৯ জন, সাধারণ মেম্বার পদে ৪৫১ জন ও সংরক্ষিত নারী আসনে ৯৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শার্শা উপজেলা নির্বাচন কমিশনার মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত পাঁচজন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনে অংশগ্রহণের জন্য এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
শার্শা উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্র জানায় উপজেলার এক নম্বর ডিহি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সাধারণ সদস্য পদে ২৯ জন ও সংরক্ষিত নারী আসনে নয়জন। দুই নম্বর লক্ষ্মণপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সাধারণ সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী আসনে ১১ জন। ৩ নম্বর বাহাদুরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সাধারণ সদস্য পদে ২৫ জন ও সংরক্ষিত নারী আসনে ছয়জন। ৫ নম্বর পুটখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে দুইজন, সাধারণ সদস্য পদে ৩৬ জন ও সংরক্ষিত নারী আসনে নয়জন। ৬ নম্বর গোগা ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন, সাধারণ সদস্য পদে ৬৩ জন ও সংরক্ষিত নারী আসনে আটজন। ৭ নম্বর কায়বা ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন, সাধারণ সদস্য পদে ৫৭ জন ও সংরক্ষিত নারী আসনে ১৪ জন। ৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সাধারণ সদস্য পদে ৫৬ জন ও সংরক্ষিত নারী আসনে ১১ জন। ৯ নম্বর উলাশী ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন, সাধারণ সদস্য পদে ৫২ জন ও সংরক্ষিত নারী আসনে ১১ জন। ১০ নম্বর শার্শা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন, সাধারণ সদস্য পদে ৪৯ জন ও সংরক্ষিত নারী আসনে নয়জন প্রার্থী নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে। ১১ নম্বর নিজামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন, সাধারণ সদস্য পদে ৪৫ জন ও সংরক্ষিত নারী আসনে নয়জন।
এবার ইউপি নির্বাচনে বিএনপি, জামায়াত থেকে নির্বাচন না করায় আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নৌকা প্রতীকের বিপরীতে একাধিক আওয়ামী লীগের সমর্থকরা বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলার ডিহি ইউনিয়নে নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী আসদুজ্জামান মুকুলের বিপরীতে বর্তমান চেয়ারম্যান হোসেন আলীসহ ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। লক্ষ্মণপুর ইউনিয়নে বর্তমানে চেয়ারম্যান ও দলীয় মনোনয়ন পাওয়া আনোয়ারা বেগমের বিরুদ্ধে শামছুর রহমানসহ পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাহাদুরপুর ইউনিয়নে বর্তমান আওয়ামী লীগের চেয়ারম্যান মিজানুর রহমান ও দলীয় নৌকা প্রতীকের বিরুদ্ধে গত বছরের বিদ্রোহী প্রার্থী মফিজুর রহমানসহ পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। পুটখালী ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী আব্দুল গফফার সরদারের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নাসির উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গোগা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও দলীয় মনোনয়ন পাওয়া আব্দুর রশীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী তবিবর রহমানসহ তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কায়বা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন পাওয়া হাসান ফিরোজ টিংকুর বিরুদ্ধে গত বছরের বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনসহ চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বাগআঁচড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও দলীয় মনোনয়ন পাওয়া ইলিয়াছ কবির বকুলের বিরুদ্ধে আব্দুল খালেকসহ পাঁচজন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। উলাশী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলামের বিরুদ্ধে বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী আয়নাল হকসহ চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শার্শা সদর ইউনিয়নে নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন পাওয়া কবির উদ্দিন তোতার বিপরীতে বিদ্রোহী প্রাথী হিসেবে বর্তমান চেয়ারম্যান সোহরাব হোসেনসহ তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। নিজামপুর ইউনিয়নে বর্তমান নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন পাওয়া আব্দুল ওহাবের বিরুদ্ধে গত বছরের নৌকা প্রতীক পাওয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা বিপুলসহ সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কমিশনার মেহেদী হাসান জানান, শার্শার ১০টি ইউনিয়নের মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন ছিল। ৪৯ জন চেয়ারম্যান পদে, মেম্বার পদে ৪৫১ জন ও সংরক্ষিত নারী আসনে ৯৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।