শাহজাদপুরে বিএনপি প্রার্থীর নির্বাচন প্রত্যাখ্যান
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার নির্বাচন প্রত্যাখ্যান করেছেন বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান সজল।
ভোটকেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়া, দলীয় নেতাকর্মীদের মারপিটসহ নানা অভিযোগ এনে আজ সোমবার বিকেল ৩টার দিকে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান সজল নিজ বাড়ির সামনে সাংবাদিকদের কাছে তিনি এ প্রত্যাখ্যানের ঘোষণা দেন।
এ সময় মেয়র পদপ্রার্থী সজল বলেন, ‘এ সরকারের আমলে সুষ্ঠু ভোট সম্ভব নয়। শাহজাদপুরে কোনো কেন্দ্রে বিএনপির এজেন্টদের প্রবেশ করতে দেওয়া হয়নি। নির্বাচনের আগে থেকেই আমার ও নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হয়েছে। পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগাতে দেওয়া হয়নি।’
আজ সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়। এ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী মনির আক্তার খান তরু লোদী ও ধানের শীষ প্রতীক নিয়ে লড়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান সজল।
এ ছাড়া হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ইমরান হোসেন এবং লাঙল প্রতীক নিয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোক্তার হোসেন নির্বাচনে অংশ নিয়েছিলেন।
প্রথম শ্রেণির এই পৌরসভায় ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে (সাধারণ) প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে তিনটি ওয়ার্ডে মোট ১৬ জন প্রার্থী আজকের এই ভোটযুদ্ধে অংশগ্রহণ করেছেন।
মোট ২৫টি কেন্দ্রের ১৪৭টি কক্ষে ভোটগ্রহণ করা হয়েছে। নির্বাচনে এবারই প্রথম ইভিএম ব্যবহার করা হয়েছে। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৫১ হাজার ৮৬ জন। এর মধ্যে পুরুষ ২৫ হাজার ৩৭১ এবং নারী ভোটার ২৫ হাজার ৭১৫ জন।