শিমুলিয়ায় ঈদের আগে-পরে চলবে না স্পিডবোট
আসন্ন ঈদুল আজহার আগে ও পরে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে স্পিডবোট চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। তবে, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করবে। এর ব্যত্যয় ঘটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বাংলাবাজার ঘাট ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত শেষে সাংবাদিকদের জানান কমিটির সভাপতি ও মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
ঘাট ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ড. রহিমা খাতুন জানান, গত ঈদুল ফিতরে অতিরিক্ত যাত্রীর বহনে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের প্রাণহানি ঘটেছিল। পরে ফেরিতে দুর্ঘটনায় মারা গেছে আরও পাঁচজন।
সেই পরিস্থিতি বিবেচনা নিয়ে এবারের ঈদুল আজহায় কঠোর অবস্থানে প্রশাসন। ঈদের আগে ও পরে কী করণীয় সে ব্যাপারে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যলয়ে এক জরুরি সভার আয়োজন করা হয়।
এতে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব, আনসার বাহিনীর কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা অংশ নেয়। সভায় বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর মধ্যে আসন্ন ঈদুল আজহার আগে ও পরে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে স্পিডবোট চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করবে। এমনকি গণপরিবহনেও থাকবে অর্ধেক যাত্রী। এরই মধ্যে এ ব্যাপারগুলো দেখার জন্য নিয়োগ দেওয়া হয়েছে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর ব্যত্যয় ঘটলে জেলা জরিমানা করে শাস্তি দেওয়া হবে।