শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি পারাপারে লাগছে দ্বিগুণ সময়
গত কয়েকদিন ধরে পদ্মা নদীতে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধির সঙ্গে প্রবল স্রোত বইছে। নৌ-চ্যানেলের চারটি পয়েন্টে ঘূর্ণিস্রোতের কারণে শিমুলীয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। ফেরিগুলো প্রায় চার কিলোমিটার পথ উজানে ঘুরে পারাপার হচ্ছে। এতে দ্বিগুণ সময় ও অতিরিক্ত জ্বালানি ব্যয় হচ্ছে।
এদিকে, স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে পারাপার হতে না পারায় দুটি ডাম্ব ও একটি ছোট ফেরি চলাচল বন্ধ রয়েছে।
আজ মঙ্গলবারও ঘরমুখো দক্ষিণাঞ্চলের যাত্রীদের ভিড় ছিল এ রুটে। লঞ্চে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী পারাপার করতে দেখা গেছে। তবে কোনো নৌযান বা যানবাহনে দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানার লক্ষণ।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাট ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ধারণ ক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী নিয়ে ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে এমভি সেভেন স্টার, এমভি কাওড়াকান্দি ও এমভি হযরত দেলোয়ার শাহ নামের তিনটি লঞ্চ বাংলাবাজার ঘাটে আসে। এ সময় ঘাটে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেকটি লঞ্চকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন।