শেরপুরে বিএনপির বিক্ষোভে পুলিশি বাধার অভিযোগ
শেরপুরে বিএনপির প্রতিবাদ বিক্ষোভে পুলিশি বাধার অভিযোগ উঠেছে। টিয়ারশেল নিক্ষেপ ও গুলিতে পণ্ড হয়ে গেছে সেই বিক্ষোভ।
আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের আহতের তথ্য পাওয়া গেছে। আটক হয়েছে বেশ কয়েকজন। এ ঘটনার পর থেকে বিএনপির কার্যালয় এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে। শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল জানান, তারা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ ও মিছিল করতে চাইলে পুলিশ কোনো রকম উসকানি ছাড়াই বাধা দেয়। একপর্যায়ে নেতাকর্মীদের আটক করা শুরু করে। এ সময় প্রতিবাদ করলে পুলিশ অতর্কিত হামলা চালায়। পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন কর্মী আহত হয়। বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানিয়েছেন, বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালালে পুলিশ আত্মরক্ষার্থে ব্যবস্থা নেয়। হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। ১৫ জনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।