শেষ মুহূর্তে জমজমাট নিউমার্কেট
রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে শেষ মুহূর্তে রাজধানীর নিউমার্কেটে কেনাবেচা জমে উঠেছে।
আজ মঙ্গলবার বিকেলে নিউমার্কেট গিয়ে দেখা গেছে, ফুটপাত ও দোকানে মানুষের উপচেপড়া ভিড়। সেখানে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা করছেন নারী ও পুরুষেরা।
জসীম আহম্মেদ নামের এক বিক্রেতা বলেন, কয়েকদিন ধরেই নিউমার্কেটে বেচাবিক্রি ভালো। এখানে কম দামে হরেক রকমের পণ্য থাকায় অনেকে কিনতে আসে। এ ছাড়া আজকেই শেষ বিক্রি-বাট্টা। এরপরেই দোকান লকডাউনের কারণে বন্ধ হয়ে যাবে। এই কারণে ক্রেতা আজ বেশি।
আলেয়া বেগম নামের এক নারী বলেন, নিউমার্কেটে আজ পা ফেলানোর জায়গা নেই। ঈদ উপলক্ষে নতুন জামা-কাপড় বানানো হয়েছিলো। সেই জামা-কাপড়ের সঙ্গে জুতা ও জুয়েলারি পণ্য ক্রয়ের জন্য নিউমার্কেটে এসেছি। এ ছাড়া আগামীকাল থেকে দোকান বন্ধ হয়ে যাবে। বাসার সবার জন্য টুকটাক পণ্য কিনার জন্য আসতে হয়েছে।
শিহাব নামের আরেক ক্রেতা বলেন, নিউমার্কেটে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় এসেছি। এখানে বাচ্চাদের জন্য জামা-কাপড় কিনতে এসেছি। তিনি বলেন, দামদর করে নিতে পারলে নিউমার্কেটে ভালো পণ্য পাওয়া যায়। তাই এখানে সবসময় পরিবারের সঙ্গে কিনতে আসি।