শ্যামপুরে ব্যবসায়ী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
রাজধানীর শ্যামপুর থানা এলাকা থেকে মো. নান্নু মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পাইপগান ও গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তারের সময় মো. নান্নু মিয়ার কাছ থেকে একটি পাইপগান ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়।
মফিজুল আলম বলেন, 'প্রথমে থানার টহল পুলিশ তথ্য পায়, দুজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য জুরাইন রেলগেইট এলাকার অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল পৌনে ৬টার দিকে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নান্নুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হাতে থাকা একটি কাপড়ের ব্যাগ তল্লাশি করে দেশীয় পাইপগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।'
ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নান্নু জানান, তিনি অস্ত্রটি বিক্রয়ের জন্যে অপেক্ষা করছিলেন। এ সংক্রান্তে নান্নুর বিরুদ্ধে শ্যামপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।