সচিবের মাকে কিছু কর্মকর্তা দেখতে গেছেন, সেবা করতে নয় : প্রাণিসম্পদ মন্ত্রী
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদের মায়ের সেবা করতে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরের ২৪ জন কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি সঠিক নয় বলে দাবি করেছেন মন্ত্রী শ ম রেজাউল করিম।
আজ মঙ্গলবার নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘গণমাধ্যমে এ ধরনের একটি সংবাদ আসার পর আমি সচিবের কাছে জানতে চেয়েছি। সচিব আমাকে জানিয়েছেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমার মা অসুস্থ্ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আমাদের মন্ত্রণালয়ের কেউ কেউ সহানুভূতি জানাতে গেছেন। কর্মকর্তাদের তালিকা করে রোটেশন মেনে হাসপাতালে দায়িত্ব পালনের যে কথা গণমাধ্যমে এসেছে তা সম্পূর্ণরূপে অসত্য। বাই রোটেশন তো দূরের কথা, অফিশিয়ালি কাউকে কিছু বলা হয়নি। মন্ত্রণালয় থেকে কোনো চিঠিও ইস্যু করা হয়নি।’
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও জাতীয় দৈনিকে করোনায় আক্রান্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের মাকে সেবা করতে মন্ত্রণালয়ের ২৪ জন কর্মকর্তাকে দযিত্ব দেওয়া হয়েছে বলে সংবাদ প্রকাশ করে। এ সংবাদের বরাত দিয়ে আরও কয়েকটি পত্রিকায় এ ধরনের সংবাদ প্রকাশ করে।