সন্ধ্যায় দেশে ফিরবেন মির্জা ফখরুল
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছাবেন।
জানা গেছে, সিঙ্গাপুরে সুপ্রিম ভার্সুলার অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্লিনিকে মির্জা ফখরুল চিকিৎসা নেন। এ সময় মির্জা ফখরুলের সঙ্গী ছিলেন সহধর্মিণী রাহাত আরা বেগম। তিনিও চিকিৎসা নেন সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে।
বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
গত ৯ ফেব্রুয়ারি বিএনপি মহাসচিব চিকিৎসার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন।