সন্ধ্যায় ভোট গণনা শুরু হলে জিন-ভূতের দেখা মেলে : আব্দুর রউফ
সন্ধ্যার পর ভোট গণনা শুরু হলে জিন, ভূত যা কিছু আছে সব দেখা যায়। বাতি নিভতে শুরু করলে তাদের আনাগোনা শুরু হয়—এমন মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ।
আজ রোববার সাবেক সিইসি, নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপের সময় একথা বলেন আব্দুর রউফ। আজ সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এ সংলাপ শুরু হয়।
সাবেক সিইসি ও বিচারপতি আব্দুর রউফ বলেন, ‘আপনারা যদি এজ ইট ইজ রাখেন, কোনো চেঞ্জ করতে সাহস না করেন, তাহলে প্রতি ৫০০ জনের জন্য একটি পোলিং স্টেশন তৈরি করুন। এতে ভোটের সময় কমে যাবে, ৮টা থেকে ১২টার মধ্যে ভোট শেষ হবে। দিনে দিনে ভোট গণনা শেষ করতে পারবেন।’
আব্দুর রউফ আরও বলেন, ‘যে জিনিসটা সবচেয়ে খারাপ—ভোট গণনার সময় শুরু হয় সন্ধ্যার পর। আর আমরা দেখি সন্ধ্যার পর জিন, ভূত যা কিছু আছে সব দেখা যায়। বাতি নিভতে শুরু করলে শুরু হয় তাদের আনাগোনা।’
বর্তমান নির্বাচন কমিশন (ইসি) গত মার্চ মাস থেকে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলের সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ এই সংলাপের আয়োজন করা হয়।
সংলাপে আরও বক্তব্য রাখেন সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ, শামসুল হুদা, মাহবুব তালুকদার প্রমুখ।