সব চক্রান্ত একদিন ফাঁস হবে : রিজভী
সব দেশী ও আন্তর্জাতিক চক্রান্তের তথ্য একদিন ফাঁস হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি দাবি করেছেন, দেশে এক-এগারো ছিল চক্রান্ত। এসব কথা একদিন ফাঁস হবে বলে জানান রিজভী।
আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন রিজভী। আলোচনা সভার আয়োজন করে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম।
‘একদিন সময় আসবে সব চক্রান্তের কথা ফাঁস হবে’ উল্লেখ করে রিজভী বলেন, ‘আজকের এই দিনটি গুরুত্বপূর্ণ এই কারণে যে, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুক্ত হয়েছিলেন। কিন্তু, তিনি কি আসলেই মুক্ত? বিভিন্ন ষড়যন্ত্রের কারণে তিনি এখনো বন্দি।’
রিজভী বলেন, ‘পার্শ্ববর্তী দেশের বিখ্যাত বিখ্যাত ব্যক্তির দু-একটা বই যদি আমরা দেখি, তাহলে দেখতে পাব, কীভাবে আন্তর্জাতিক চক্রান্তে একটি জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে এবং জাতীয়তাবাদীর ধারাবাহিক যে নেতৃত্ব, তারা যাতে জনগণের কাছে পৌঁছাতে না পারে এর জন্য চক্রান্ত করা হয়েছে।’
বিএনপির এই শীর্ষনেতা বলেন, ‘এই সরকারের প্রভুরা মিলে যে চক্রান্ত করেছে, সেটি থেকে বের হয়ে আসতে হবে। এজন্যে আমাদের নেতা তারেক রহমান বলেছেন, টেক ব্যাক বাংলাদেশ। বাংলাদেশের স্বার্ভভৌমত্ব রক্ষা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বলা হয়েছে টেক ব্যাক বাংলাদেশ। এটা বাস্তবায়ন করতে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমাদের সংগ্রাম, আমাদের আন্দালন, রাজপথের উপস্থিতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আমাদের সামগ্রিক শক্তির বহিঃপ্রকাশের মধ্য দিয়েই টেক ব্যাক বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পারব।’
গুম ও টাকা পাচারের সমালোচনা করে রিজভী বলেন, ‘বিএনপির আমলে তো আমরা টাকা পাচারের কথা শুনিনি, গুমের কথা শুনিনি। এই শব্দগুলোর সঙ্গে আমার পরিচিত ছিলাম না। বর্তমান সরকারের আমলে এই শব্দগুলোর সঙ্গে আমরা পরিচিত হয়েছি।’
আলোচনা সভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলালের সভাপতিত্বে দলের নেতারা বক্তব্য দেন।