সরকার মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে রেখেছে : নোমান
তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। সরকার তাঁকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুলাহ আল নোমান। আজ মঙ্গলবার বিকেলে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
আব্দুলাহ আল নোমান অভিযোগ করেন, রাজশাহীর সমাবেশকে পণ্ড করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমাবেশে জনগণকে আসতে বাধা দিয়েছে। তিনি এর তীব্র নিন্দা জানান এবং উপস্থিত জনগণকে বাধা উপেক্ষা করে সমাবেশে আসায় ধন্যবাদ জানান। সেইসাথে বেগম জিয়ার কিছু হলে এবং দেশে কোন উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হলে বিএনপি এরজন্য দায়ী থাকবে না বলেও মন্তব্য করেন।
আব্দুলাহ আল নোমান বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চান। সেইসঙ্গে এরশাদবিরোধী আন্দোলনের মতো আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। দেশে লাখ লাখ জনগণ বিএনপিকে ভালোবাসে উল্লেখ করে তিনি বলেন, সরকারকে বিদায় করতে আন্দোলনের কোনো বিকল্প নেই। সরকার পতনের আন্দোলন এবং জনসমাবেশের আন্দোলন এক নয়। এখন সময় এসেছে সরকার পতনের আন্দোলনের। দ্রুত বেগম জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তিনি। সেইসঙ্গে জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক রাজশহী সিটি করপোরেশনের মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেন, ‘এখন আর বেগম জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য কোনো প্রকার আন্দোলন নয়। এখন শুরু হবে এই বিনা ভোটের সরকার পতনের আন্দোলন। কারণ শান্তিপ্রিয় আন্দোলন এ সরকার আমলে নিচ্ছে না এবং আগামীতেও নেবে না।’ সেইসঙ্গে তিনি বর্তমান আইনমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীর কর্মকাণ্ডের সমালোচনা করেন।
মিনু আরও বলেন, ‘বেগম জিয়াকে তিলে তিলে মেরে ফেলার জন্য স্লো পয়জনিং করা হয়েছে। যার ফলে দিন দিন তিনি নিস্তেজ হয়ে পড়ছেন। এই পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে সরকার দায়ী। বেগম জিয়ার কিছু হলে দেশে আগুন জ্বলে উঠবে। এই আগুন নেভানোর ক্ষমতা এই রাতের অন্ধকারের সরকারের হবে না।’
আজকের দিনের মধ্যে বেগম জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা না করলে আগামীকাল সরকার পতনের আন্দোলন শুরু করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক, মহানগর বিএনপির সভাপতি ও রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। সমাবেশ সঞ্চলনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া-দুর্গাপুরের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত ও ওবায়দুর রহমান চন্দন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম মার্শাল, মতিউর রহমান মন্টু, আবু বক্কর সিদ্দিক ও দেবাশীষ রায় মধু প্রমুখ।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, রাজপাড়া থানা বিএনপির সভাপতি শওকত আলী, বোয়ালিয় থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, মতিহার থানার সভাপতি আনসার আলী, শাহ্ মখদুম থানার ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন, মকবুল হোসেন, মিজানুর রহমান মিজান, তোফায়েল হোসেন রাজু, সদস্য, সাবেক এমপি জাহান পান্না, সৈয়দ মোহাম্মদ মহসিন, আলী হোসেন, সদর উদ্দীন, আমিনুল হক মিন্টু, মাহমুদা হাবিবা, বিএনপিনেতা আনোয়ার হোসেন উজ্জ্বল,
যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সাবেক সভাপতি মাহফুজুল হাসনাইন হিকোল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, সদস্য সচিব রেজাউল করিম টুটুল, তাঁতী দলের সভাপতি আরিফুল হক বনি, মহানগর মহিলা দলের সভাপতি রওশন আরা পপি, সাংগঠনিক সম্পাদক মুসলিমা বেলী, সহসাংগঠনিক জরিনা, দপ্তর সম্পাদক রোজি, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক ফরিদা পারভীন প্রমুখ।