সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
কুষ্টিয়া শহরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ আহমেদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা থেকে আজ মঙ্গলবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত এ খবর নিশ্চিত করেছেন।
কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে গত শুক্রবার রাতের আঁধারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলে দুর্বৃত্তরা। এই ঘটনার প্রতিবাদে পরদিন শনিবার কুষ্টিয়া জেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠন শহরজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভ কর্মসূচি শেষে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ আহমেদের নেতৃত্বে শহরে তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ ওঠে। সেই সংবাদ সংগ্রহ করতে গেলে সাবেক ছাত্রলীগ নেতার নেতৃত্বে দীপ্ত টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার ও ক্যামেরাপারসন হারুন অর রশিদের ওপর শহরের মজমপুর এলাকায় হামলা করা হয় এবং হামলায় তাঁরা দুজন গুরুতর আহত হন।
এ ঘটনায় গত রোববার কুষ্টিয়া মডেল থানায় দেবেশ চন্দ্র সরকার বাদী হয়ে সাদ আহমেদকে প্রধান আসামি করে মামলা করেন। মামলার পর থেকেই সাবেক এই ছাত্রনেতা আত্মগোপনে ছিলেন।