সাগরে নেমে নিখোঁজ স্কুলছাত্র, ২৭ ঘণ্টা পর ভেসে এল লাশ
কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ মোহাম্মদ ইরফান (১৪) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২৭ ঘণ্টা পর কলাতলী সৈকতে গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে তাঁর মরদেহ ভেসে আসে। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক পিন্টু রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ ইরফান বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির নবম শ্রেণির ছাত্র ছিল।
জানা গেছে, গত শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ইরফান ও তার সহপাঠী ওয়াহিদ সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করার একপর্যায়ে সাগরে ভেসে যায়। এ সময় লাইফ গার্ড, সৈকতের কর্মী ও ট্যুরিস্ট পুলিশ ওয়াহিদকে উদ্ধার করতে সক্ষম হলেও সাগরে তলিয়ে যায় ইরফান।
এর পর থেকেই সৈকতের বিভিন্ন পয়েন্টে ইরফানের সন্ধান চালাতে থাকে ট্যুরিস্ট পুলিশ, লাইফ গার্ড, সৈকতের কর্মী ও স্বজনেরা। একপর্যায়ে গতকাল রোববার রাত ৯টার দিকে কলাতলী সৈকতে ইরফানের মরদেহ ভেসে আসে। এরপর স্বজনরা লাশটি শনাক্ত করেন।
ইরফানের চাচাতো ভাই দেলোয়ার জানান, ইরফান ও ওয়াহিদ মামাতো-ফুফাতো ভাই এবং তারা দুজন একই শ্রেণিতে পড়ত।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেলোয়ার আরও জানান, গোসল করার একপর্যায়ে ওয়াহিদ পানিতে তলিয়ে গেলে সাহায্যের জন্য হাত নাড়াতে থাকে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে সাগরে তলিয়ে যায় ইরফান।