সাতকানিয়ায় পৃথক অভিযানে ১৯ লাখ টাকার ইয়াবা জব্দ
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক অভিযানে ছয় হাজার ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আঁধার মার দরগা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
জব্দকৃত ইয়াবার আনুমানিক দাম প্রায় ১৯ লাখ টাকা। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলেন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মো. ইউনুচ (৪০) ও টেকনাফের আমিরুল হাসান। এর মধ্যে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রেসিডেন্ট ট্রাভেলস নামের যাত্রীবাহী বাসের যাত্রী ইউনুসের কাছ থেকে তিন হাজার ৩০০ পিস এবং সেঁজুতি ট্রাভেলসের বাসের যাত্রী আমিরুল হাসানের কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
ওসি আনোয়ার হোসেন জানায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে থানার উপপরিদর্শক (এসআই) মমিন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বেশ কয়েকটি বাসে তল্লাশি চালায়। এ সময় প্রেসিডেন্ট ট্রাভেলস ও সেঁজুতি ট্রাভেলসের বাসের দুই যাত্রীর কাছ থেকে প্রায় ১৯ লাখ টাকার ছয় হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ বিষয়ে পৃথক মামলা শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।