সাতক্ষীরায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
সাতক্ষীরা সদর উপজেলার তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত কিশোর (১৭) পলাতক রয়েছে।
ভিকটিম ওই স্কুলছাত্রীর বাবা একজন ইজিবাইকচালক। তিনি জানান, তাঁর শিশুকন্যা আজ বেলা ১১টার দিকে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় প্রতিবেশী অভিযুক্ত কিশোর খাবারের লোভ দেখিয়ে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।
শিশুটির বাবা আরো জানান, ধর্ষণের পর তাঁর মেয়ে খুবই অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে তাঁর মাকে বিষয়টি জানায়। এরপর তাঁকে মোবাইল ফোনে বিষয়টি জানানোর পর তিনি দ্রুত বাড়িতে গিয়ে অসুস্থ মেয়েকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন। এ ঘটনায় তিনি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বোরহান উদ্দীন জানান, এ ব্যাপারে এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।