সাতক্ষীরায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
সাতক্ষীরার কলারোয়ায় বাস ও মাছভর্তি পিকআপের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়ার তুলসীডাঙা এলাকায় সোনিয়া ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরার কালিগঞ্জ থেকে যশোরের উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি বাস এবং বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী মাছভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় পিকআপচালক ও বাসের যাত্রীসহ ৩০ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন মৃধা বলেন, ‘যশোরগামী একটি বাস ও সাতক্ষীরামুখী একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে প্রায় ৩০ জন আহত হয়। আহতদের কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চার জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজে পাঠানো হয়।’
তিনি বলেন, ‘ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'