সাতক্ষীরায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ১
সাতক্ষীরায় তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলিসহ মো. আসাদুল গাজী (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (৪ ডিসেম্বর) সকালে সাতক্ষীরার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের এস আই আহমদ কবির দেবহাটার জগন্নাথপুর গ্রামের কুলপুকুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেন। আসাদুল গাজীর বাড়ি দেবহাটা থানার কলাবাড়ি গ্রামে।
পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, আসাদুল গাজীকে গ্রেপ্তার করে তার দেহ তল্লাশি করা হয়। তার পরিহিত কালো রঙের জিন্সের জ্যাকেটের ডান পকেটের ভেতর থেকে সাদা কসটেপ দিয়ে মোড়ানো দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একই মডেলের একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়।
পুলিশ সুপার বলেন, আসামির বিরুদ্ধে দেবহাটা থানায় ১৯৭৮ সালের অস্ত্র আইনের মামলা করা হয়েছে।